মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচার এসোসিয়েশন পাবনার ত্রিবার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি গ্রেইন প্লাস ইউনানী স্বত্বাধিকারী সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমপেল ল্যাবরেটরিজ এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম কে সর্বসম্মতিক্রমে বরণ করে নেয়া হয়।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাতটা থেকে বনলতা কফি শপ এন্ড পার্টি সেন্টারের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় রফিকুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি রাসেদুজ্জামান রাসেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও পাবনা চেম্বার অব কমার্স লিঃ এর পরিচালক এ বি এম ফজলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান, বি এস টি আই এর সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম , ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, এন এস আই এর সহকারী পরিচালক লুতফুল কবির, স্কয়ার ফার্মা এর ডি জি এম খাইরুল আলম প্রমুখ।
সভায় বক্তব্য প্রদান কালে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক বলেন ঔষধ তৈরিতে সরকারি
বিধিমালা অনুযায়ী সঠিক এ্যনেক্সার মাধ্যমে ঔষধ উৎপাদন করা বাধ্যতামূলক। জনস্বার্থে সরকার কঠোর ভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করছে। কোন প্রকার ভেজাল ঔষধ বাজারে চলতে দেয়া হবে না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন আপনাদের উৎপাদিত পণ্য ও পন্যের মান ঠিক রেখে বাজারজাত করলে ভোক্তারা উপকৃত হবে। প্রকৃত পক্ষে ঔষধ এমন একটি পন্য যে মানুষকে বাধ্যতামূলক ভাবে কিনতে হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সকল ক্ষেত্রে পন্যের সঠিক মানের ব্যাপারে সচেতন রয়েছে।
এন এস আই এর সহকারী পরিচালক লুতফুল কবির বলেন জনগুরুত্বপূর্ণ এই ঔষধ শিল্প বিকাশে প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে। তবে এ বিষয়ে কোনো অনিয়ম বা দূর্নীতি করা যাবে না।
উক্ত অনুষ্ঠানে ৭ সদস্যের উপদেষ্টা কমিটি ও ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উপদেষ্টা মণ্ডলীরা হচ্ছেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর ডিজিএম মোঃ খাইরুল আলম, ইনট্রা ফুডের আবুল হোসেন, ড্যাফোডিল ল্যাবরেটরিজ এর ডাঃ ইফতেখার মাহমুদ, এ কে এল ল্যাবরেটরীজ এর আলহাজ্ব মোঃ রাশেদুজ্জামান, রন্টি ফার্মাসিটিক্যালস ও দৈনিক স্পষ্টবাদী পত্রিকার সম্পাদক প্রকাশক মোঃ ইমরুল হাসান রন্টি, এভেন্জার ল্যাবরেটরিজ এর নূর মোহাম্মদ আজাদ খান, এস এম ই ল্যাবরেটরিজ এর মোঃ মাহাবুব হোসেন।
২৫ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদে আছেন সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুব আলম, মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ আব্দুল মজিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবির হোসেন।
সাংগঠনিক সম্পাদক আলী আজম সাজিব, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জুয়েল আসলাম যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম।
মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ পারভীন, দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুল কাদের মঞ্জু, মোঃ তাজ উদ্দিন বিশ্বাস।
সদস্য হাকিম আঃ রহিম, মোঃ একরামুল হক সোহেল, মোঃ শাহেদ ইসমাইল, জয়েন উদ্দিন রুবেল, বেলাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, আক্তার হোসেন, সোহেল হোসেন, এ এইচ এম রেজাউন জুয়েল।