নির্মাতা ও অভিনেতা জিয়াউল হক পলাশকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। সাবলীল অভিনয় দিয়ে এরইমধ্যে পেয়েছেন জনপ্রিয়তা। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এ অভিনেতা এবার জানালেন জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কার সঙ্গে কাটাতে চান।
নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পলাশ। সেখানে লিখেছেন, আমার আমাকে চেনার ইচ্ছেটা বেড়ে গিয়েছে। জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কাটাতে চাই একান্তই নিজের সঙ্গে।
আরেকটি পোস্টে লিখেছেন, অল্প কয়টা দিন আমরা বাঁচি… এর ভেতরে এত জটিল ম্যাকানিজমের কী দরকার?
এই মুহূর্তে রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। কিছু দিন আগেই তিনি কানাডা যান। সেখানে তার সহশিল্পী পারসা ইভানার সঙ্গে একটি অনুষ্ঠানেও অংশ নেন। এরপর দেখা যায় মিশু সাব্বির ও কেয়া পায়েলের সঙ্গে।
ইভানা, কেয়া পায়েল দুজনের সঙ্গে ছবি তুলেও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেতা। সে ছবি ঘিরে ছিল তুমুল আলোচনা। আলোচনা সমালোচনাকে ফেলে রেখেই এরপরই কানাডা থেকে উড়াল দেন নিউইয়র্কে। এখন নিউইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেতা।