সীমান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী বিরোধপূর্ণ এলাকা ‘তা মোয়ান থম’ মন্দির সংলগ্ন অঞ্চলে উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়।
পরে থাইল্যান্ডে ব্যস্ততম একটি পেট্রোল পাম্পে কম্বোডিয়ান রকেট আঘাত হেনেছে। বৃহস্পতিবার সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, সিসাকেট প্রদেশের একটি পেট্রোল পাম্পে রকেটটি আঘাত হেনেছে।
থাই কর্তৃপক্ষের মতে, সংঘাতে এখন পর্যন্ত এক সেনাসহ ১২ জন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। এই ঘটনার পর থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় সীমান্তবর্তী এলাকার স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া কম্বোডিয়ার সাথে থাকা নিজেদের সব সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সংঘর্ষ বন্ধে “জরুরি বৈঠক” আহ্বানের অনুরোধ জানিয়েছে কম্বোডিয়া। দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট বৃহস্পতিবার পরিষদের সভাপতি আসিম ইফতিখার আহমেদকে দেয়া চিঠিতে লিখেছেন, থাইল্যান্ডের সাম্প্রতিক আগ্রাসন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ, আমি আপনাকে থাইল্যান্ডের আগ্রাসন বন্ধ করার জন্য নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।