• বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আ’লীগ, চরমোনাই, জামাত সবাইকে যোগদানের আহবান বিএনপি সভাপতির সিঙ্গাপুর প্রবাসীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগে ভুক্তভোগী স্বামীর সংবাদ সম্মেলন নলছিটিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার বাংলাদেশে ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করতে পারবে সংখ্যালঘুরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা তো দূরের বিষয়, তিন নেতার কারো চিন্তাভাবনাতেই নেই: রাশিয়া শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ে রিপোর্টার্স ক্লাবের লিফলেট বিতরন কাগজ কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না : রুমিন ফারহানা ডাকসুতে স্বাধীনতাবিরোধীদের ভোট দিতে নিষেধ করলেন ছাত্রদল নেত্রী আমাকে নায়িকাই করতে হবে এমন চাহিদা নেই

নির্বাচন কমিশন নিয়ে ঐতিহাসিক ঐকমত্য: আখতার হোসেন

স্পষ্টবাদী ডেস্ক / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৮তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে

নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে ঐকমত্য হয়েছে, তবে অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া নিয়েও আমাদের অবস্থান পরিষ্কার, এসব বিধানকে সংবিধানে সন্নিবেশ করতে হবে।’

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৮তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আখতার হোসেন।

বহুদিন ধরে নির্বাচন কমিশনার নিয়োগপ্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা ছিল বলে মন্তব্য করে আখতার বলেন, ‘অতীতে ফ্যাসিবাদী পদ্ধতিতে একটি আইন করে একচেটিয়াভাবে রাষ্ট্রপতিকে নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছিল। আজ আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে এ প্রক্রিয়াটি আর একক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।’

আখতার হোসেন জানান, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধান বিচারপতির মনোনীত একজন আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে একটি পাঁচ সদস্যের সিলেকশন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই কমিটি সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবে এবং রাষ্ট্রপতি সেই নাম অনুযায়ী নিয়োগ দিতে বাধ্য থাকবেন। আখতার হোসেন বলেন, ‘রাষ্ট্রপতির এখতিয়ার এখানে কেবল আনুষ্ঠানিক। কোনো নিজস্ব মতামতের সুযোগ রাখা হয়নি।’

নির্বাচন কমিশনারদের জবাবদিহির বিষয়টি নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানান আখতার হোসেন। তিনি বলেন, ‘আগে কমিশনারদের আচরণ বা ব্যর্থতার জন্য তাদের জবাবদিহির কোনো আইনগত কাঠামো ছিল না। আজকের বৈঠকে সেই ঘাটতি পূরণে একটি নতুন আইন প্রণয়নের প্রস্তাবে ঐকমত্য হয়েছে।’

আখতার হোসেন বলেন, শুরুতে ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল’–এর (এনসিসি) একটি ৯ সদস্যবিশিষ্ট প্রস্তাব ছিল। তবে পরবর্তী সময়ে সেটি বাদ দিয়ে, এখন ‘নিয়োগ কমিটি’ভিত্তিক প্রস্তাবনায় আলোচনা হচ্ছে। তিনি জানান, বৈঠকে শুধু নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে চূড়ান্ত ঐকমত্য হয়েছে। তবে সরকারি কর্ম কমিশন, মহা–হিসাব নিরীক্ষক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল—এই চার প্রতিষ্ঠানের বিষয়ে এখনো মতানৈক্য রয়েছে।

বিএনপির অবস্থান প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘বিএনপি চায় এসব প্রতিষ্ঠান আইন দ্বারা পরিচালিত হোক, সংবিধানে না আনলেও চলবে। কিন্তু আইন খুব সহজেই বাতিল বা পরিবর্তনযোগ্য। তাই আমরা বলছি, যদি নিয়োগ কমিটির কাঠামো সংবিধানে যুক্ত না হয়, তাহলে ভবিষ্যতে যেকোনো সরকার এককভাবে আইনের মাধ্যমে ব্যবস্থা বদলে ফেলতে পারবে। এটি সংস্কারপ্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলবে।’

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এদিন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category