পাবনা ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এবং সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক সানাউল মোর্শেদের সমন্বয়ে ফরিদপুর উপজেলায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে। উন্নয়নের পাশাপাশি মাদক, অবৈধ চায়না দুয়ারির কারখানা, ভেজাল দুধ ও ঘি তৈরীর কারখানা বিভিন্ন সময় অভিযান চালিয়ে জেল জরিমানা করে আসছে। ফলে ফরিদপুরের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ ২৩/৭/২০২৫ খ্রিঃ ফরিদপুর উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত বনওয়ারী নগর খেলার মাঠ সংস্কার কাজ শুরু করেছেন। দুই অফিসারের নিকট ফরিদপুর উপজেলার ক্রীড়াপ্রেমী, সুধী সমাজসহ সাধারণ জনগণের প্রাণের দাবী, মাঠটি সংস্কার কাজ শেষ হওয়ার পর, মাঠের মধ্যে কোন প্রকার হাট বাজার না বসানোর ব্যবস্থা কারলে দীর্ঘ দিন মাঠটা সংরক্ষণ থাকবে।
ইতঃমধ্যে পৌর প্রশাসক হাট বাজার কমিটিকে মৌখিক ভাবে নির্দেশনা দিয়েছেন আপাতত বেচাকেনা মুক্তমঞ্চ ও আশেপাশে করার। মাঠের সংস্কার কাজ শেষ হলে মাঠের বিপরীতে অন্য স্থানে স্থায়ীভাবে হাট বাজার নির্ধারণ করে দেওয়া হবে মর্মে সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।