টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শেষ দুই ম্যাচ সহজে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। বাংলাদেশের এই সিরিজ জয় হয়েছে বেশকিছু ভালো পারফরমেন্সের জন্য। লিটন দাস, মেহেদী হাসান, রিশাদ হোসেনরা ছিলেন দারুণ। অপরদিকে, লঙ্কানরাও পিছিয়ে ছিলেন না।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিংয়ে সর্বোচ্চ রান এসেছে নিসাঙ্কার ব্যাট থেকে। তবে বল হাতে এগিয়ে টাইগাররাই। ব্যাটিংয়ে দুই ব্যাটসম্যান শত রান পার করতে পেরেছেন। ৩ ম্যাচে ১২০ রান নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন পাথুম নিসাঙ্কা। সমান ম্যাচে ১১৪ রানে নিয়ে দুইয়ে বাংলাদেশের লিটন দাস।
এদিকে বল হাতে বাংলাদেশের জয়জয়কার। ৪ উইকেট নিয়ে সিরিজের সেরা উইকেট শিকারি দুইজন। আর সেই দুইজনই বাংলাদেশি। ১ ম্যাচ খেলেই ৪ উইকেট শিকার করে তালিকার শীর্ষে রয়েছেন শেখ মেহেদী হাসান। অপরদিকে, ৩ ম্যাচ খেলে ৪ উইকেট পেয়েছেন আরেক টাইগার স্পিনার রিশাদ হোসেন। ৩ ম্যাচে ৩ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো।