• বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
  • |
  • |

মার্চ টু গোপালগঞ্জ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

স্পষ্টবাদী ডেস্ক / ৪৩ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
মার্চ টু গোপালগঞ্জ, সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের গোপালগঞ্জে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। এছাড়া মঞ্চ এলাকাজুড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

বুধবার (১৬ জুলাই) পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে বেলা ১১টার দিকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের।

জেলা জাতীয় নাগরিক পার্টি সূত্র জানায়, দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভাসহ অন্যান্য নেতৃবৃন্দ গোপালগঞ্জে আসছেন। সেখানে তারা স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও সভায় বক্তব্য রাখবেন।

এদিকে তাদের এই আগমনকে কেন্দ্র করে অন্তত ৮ হাজার লোকের সমাগমের আশা করছে জেলার নেতৃবৃন্দরা। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ। ইতোমধ্যে সভাস্থল পরিস্কার করছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। মঞ্চ প্রস্তুত করার পাশাপাশি চলছে ব্যানার লাগানোর কাজ।

সরেজমিনে সকাল ৯টায় গিয়ে দেখা যায়, সভাস্থলের জায়গায় আগাছা ও ময়লা পরিস্কারের কাজ করা হচ্ছে। অদূরে পুলিশ ও এপিবিএনের সদস্যরা দাঁড়িয়ে আছেন। পাশাপাশি এনসিপির জেলা কমিটির সদস্যরা কাজের তদারকি করছেন।

গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির সদস্য মুতাসিম বিল্লাহ (এম বিল্লাহ) বলেন, গোপালগঞ্জ জেলায় এনসিপির প্রোগ্রাম একটি ফ্যাক্ট। অন্যান্য জেলার চাইতে এখানে বিষয়টি একটু আলাদা। আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি, আমরা কোনো সহিংসতা চাই না। আমরা সুন্দর এবং শান্তিপূর্ণ একটি সমাবেশের আশা রাখি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করবে।

বিষয়টি নিয়ে গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী শাকিল মিয়া বলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের গোপালগঞ্জ আসাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। সুন্দর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করে তারা মাদারীপুরে রওনা করবে।

এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের আগমন উপলক্ষে যথেষ্ট নিরাপত্তা রাখা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি পুলিশের অতিরিক্ত ফোর্সসহ অন্তত ৬ শতাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছে। এছাড়াও সেনাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category