• শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
ফের সচিবালয়-যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ নলছিটিতে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের আলটিমেটাম জুলাই ঐক্যের শ্যামনগরে স্টুডেন্ট প্রোগ্রামে এ জনপদের লবনাক্তা মানুষের কথা শুনলেন জেলা প্রসাশক নতুন সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ মিতসুবিশি পাজেরো নলছিটিতে পাইলট কর্মসূচীর অবহিতকরণ সভা গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন ‘হুট করে একদিন চাকরি নাই, দুই-তিন মাস বাড়িতে বসে থাকা তো মানসিকভাবে বিরাট আঘাত’ জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শ্রমিকদের ২৩ দফা মেনে নিলেন কতৃপক্ষ, কাজে ফিরলেন উত্তরা ইপিজেডের শ্রমিকরা

দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বাঘায় বিএনপির বিক্ষোভ মিছিল

শিহাব উদ্দীন খান / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

রাজশাহীর বাঘায় দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪মে-২৫)) সকাল সাড়ে ১১ টায়কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মিছিলটি শুরু করে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বাঘা উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে সমাবেশ শেষে মোটরসাইকেল শোডউন দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন,সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাবেব বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সুরুজ্জামান সুরুজ, আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক তাফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ,বাজুবাঘা ইউপিনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান এ্যাড.ফিরোজ আহমেদ রঞ্জু, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম,গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু, যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শফি-সহ উপজেলা,পৌর ইউনিয়ন বিএনপি ও সহ যোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতারা বক্তব্যে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ ও অশালীন স্লোগান দেওয়া হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেভাবে ককটেল হামলা চালানো হয়েছে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।” সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান সমাবেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category