• রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
১১ ছক্কা হাঁকালো ১২ বলে, শেষ ওভারে এলো ৪০ রান, গাইবান্ধায় বাসর ঘরে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ আটক ৭ সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ও জাপা নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ আবির্ভাব পুণ্য স্নান মহোৎসব শুরু পাবনায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, পাবনা জেলা কমিটি গঠন আহ্বায়ক- রকিবুল, সদস্য সচিব বাপ্পী মেরুন পোশাকধারী হামলাকারীর পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান রংপুরে দলীয় কার্যালয়ের সামনে জাপা নেতাকর্মীদের অবস্থান এবার টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ অপু বিশ্বাস সন্তান জন্মের পর চরম অর্থকষ্টে ভুগেছেন

সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘর্ষ, নিহত কমপক্ষে ৩০

আন্তর্জাতিক ডেস্ক / ২৮ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘর্ষ, নিহত কমপক্ষে ৩০

দক্ষিণ সিরিয়ার সুয়েইদা শহরে বেদুইন সুন্নি উপজাতি ও দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বহু মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) নামের একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা বলেছে, সংঘর্ষে নিহতের সংখ্যা অন্তত ৩৭ জন।

আহতের সংখ্যা শতাধিক।
গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকার পতনের পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। বর্তমানে সিরিয়ায় একটি নতুন ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে, যারা দেশটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তবে গোটা দেশ এখনো একটি ভঙ্গুর ও অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

বিগত বছরের শেষ দিকে হায়াত তাহরির আল-শাম নামক একটি সুন্নি ইসলামপন্থী বিদ্রোহীগোষ্ঠী দামেস্ক দখল করে নেয় এবং দীর্ঘ ৫৪ বছর ধরে দেশ শাসন করে আসা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, সংঘর্ষ বন্ধ ও পরিস্থিতি শান্ত করতে তারা সরাসরি হস্তক্ষেপ করবে। তারা জানিয়েছে, সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছে। সুয়েইদা প্রদেশের গভর্নর মুস্তাফা আল-বাকুর জনগণকে ‘আত্মসংযম বজায় রাখা ও জাতীয় সংস্কারের আহ্বানে সাড়া দেওয়ার’ আহবান জানিয়েছেন।

দ্রুজ সম্প্রদায়ের ধর্মীয় নেতারাও সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন।
এর আগেও, এপ্রিল ও মে মাসে নতুন নিরাপত্তা বাহিনী ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়। উল্লেখ্য, দ্রুজ ধর্ম একটি শিয়া ইসলামের শাখা, যাদের বড় জনগোষ্ঠী লেবানন, জর্দান ও ইসরায়েলেও রয়েছে। আসাদ সরকারের শাসনামলে এই সম্প্রদায়ের মানুষরা সাধারণত সরকারপন্থী ছিলেন, কারণ তারা মনে করতেন সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে ১৩ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধের পর তাদের অবস্থান আরো জটিল হয়ে উঠেছে।

এই মাসের শুরুতে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন দ্রুজ নাগরিক জানান, তারা শুধু শারীরিক আক্রমণের ভয়েই নয়, বরং নতুন সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কি না, তা নিয়েও উদ্বিগ্ন। সাম্প্রতিক সময়ে সিরিয়ার শিয়া মতাবলম্বী আরো একটি সংখ্যালঘু গোষ্ঠী—আলাউই সম্প্রদায়ের শত শত মানুষও সহিংসতায় প্রাণ হারিয়েছেন। এমনকি রাজধানী দামেস্কের একটি চার্চেও হামলা হয়েছে, যাতে উপাসনারত অনেকেই নিহত হন।

এদিকে পশ্চিমা দেশগুলো সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে। এই মাসে যুক্তরাষ্ট্র এইচটিএসকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরিয়ে নিয়েছে। পাশাপাশি, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সিরিয়া সফর করেছেন। গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো ব্রিটিশ মন্ত্রী সিরিয়া সফর করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category