• শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
ফের সচিবালয়-যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ নলছিটিতে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের আলটিমেটাম জুলাই ঐক্যের শ্যামনগরে স্টুডেন্ট প্রোগ্রামে এ জনপদের লবনাক্তা মানুষের কথা শুনলেন জেলা প্রসাশক নতুন সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ মিতসুবিশি পাজেরো নলছিটিতে পাইলট কর্মসূচীর অবহিতকরণ সভা গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন ‘হুট করে একদিন চাকরি নাই, দুই-তিন মাস বাড়িতে বসে থাকা তো মানসিকভাবে বিরাট আঘাত’ জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শ্রমিকদের ২৩ দফা মেনে নিলেন কতৃপক্ষ, কাজে ফিরলেন উত্তরা ইপিজেডের শ্রমিকরা

পাবনার আমিন পুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও ১লাখ টাকা জরিমানা

শিশির ইসলাম / ৭৫ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
পাবনার আমিন পুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও ১লাখ টাকা জরিমানা

পাবনায় ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১লাখ টাকা জরিমানা করা হয়েছে । ১৩ই জুলাই রবিবার পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।

রায়ের বিবরণে জানা যায়, পাবনার আমিনপুর থানার খানপুরা গ্রামের নুর উদ্দিন সরদারের ছেলে নিশান উদ্দিন সরদার একই গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে উর্মি খাতুনের (২১) সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তী কালে বিয়ে না করে প্রতারণার আশ্রয় নিলে উর্মি খাতুন ২০২৩ সালের ২৯জুন ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩এর ৯(১) ধারায় আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার আমিন থানা মামলা ২৯। তারিখ ২৯/৬/২০২৩। মামলার তদন্ত কর্মকর্তা শাহাদত হোসেন ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ায় গত ৩০ মার্চ ২০২৪ তারিখে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত উক্ত মামলায় ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীত ভাবে দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামি নিশান উদ্দিন সরদারকে যাবজ্জীবন কারাদন্ড ও ১লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

মামলায় সরকার পক্ষে আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি এডভোকেট নাজমুল হোসেন শাহীন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন ছিলেন এডভোকেট সাহাবুদ্দিন সবুজ।

ভিকটিম উর্মি খাতুনের পিতা আব্দুল আউয়াল মোল্লা বলেন,আমরা ন্যায় বিচার পেয়েছি। আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দণ্ডপ্রাপ্ত নিশান উদ্দিন সরদারের আইনজীবি এডভোকেট সাহাবুদ্দিন সবুজ বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আপিল করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category