ঈশ্বরদীতে আকাশ বাঁশফোর (২৫) নামের এক হরিজন যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশন সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত আকাশ বাঁশফোর পৌর শহরের রেলগেট হরিজন কলোনীর মৃত রমেশ বাঁশফোরের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনের নিকটবর্তী আসার সাথে সাথে আকাশ ট্রেনের ইঞ্জিনের সামনে মাথা দিয়ে রেল লাইনের উপর শুয়ে পড়ে। মূহুর্তেই তার মাথা দেহ থেকে দ্বিখন্ডিত হয়ে যায়।
নিহত আকাশ বাঁশফোরের ভাই প্রদীপ বাঁশফোর জানান, ভাইয়ের স্ত্রী বেশ কিছু দিন ধরে তাঁর বাবার বাড়িতে থাকায় কিছুটা মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিল। কিন্তু সে আত্মহত্যা করবে তা আমরা বুঝে উঠতে পারিনি।
ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থানার উপ-পুলিশ পরিদর্শক সৌরভ কুমার দাশ জানান, আমরা ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের কাছে আকাশ বাঁশফোরের আত্মহত্যার কথা শুনেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে