• রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চোয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল ১১ ছক্কা হাঁকালো ১২ বলে, শেষ ওভারে এলো ৪০ রান, গাইবান্ধায় বাসর ঘরে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ আটক ৭ সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ও জাপা নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ আবির্ভাব পুণ্য স্নান মহোৎসব শুরু পাবনায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, পাবনা জেলা কমিটি গঠন আহ্বায়ক- রকিবুল, সদস্য সচিব বাপ্পী মেরুন পোশাকধারী হামলাকারীর পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান রংপুরে দলীয় কার্যালয়ের সামনে জাপা নেতাকর্মীদের অবস্থান এবার টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

আল শারার সঙ্গে ইসরায়েলি কর্মকর্তার গোপন আঁতাত ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার পোপন আঁতাত ফাঁস হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের এক শীর্ষ কমর্ককর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আল শারা গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবির সঙ্গে গোপন বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের তত্ত্বাবধানে এ বৈঠক আয়োজিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আল শারা এবং হানেগবি আলাদা ফ্লাইটে প্রায় একই সময়ে আবুধাবিতে পৌঁছান। এই বৈঠকটি দামেস্ক এবং তেল আবিবের মধ্যে চলমান গোপন স্বাভাবিকীকরণ আলোচনায় একটি ‘গুরুত্বপূর্ণ উন্নয়ন’ হিসেবে চিহ্নিত হয়েছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, দামেস্কের নতুন নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে একটি সমন্বয় গড়ে উঠছে। বৈঠকের একটি প্রধান ফলাফল হলো আল-শারার ক্ষমতায় টিকে থাকার জন্য আন্তর্জাতিক সমর্থনের বিনিময়ে ইসরায়েল-অধিকৃত গোলান হাইটস সম্পর্কে তার দেওয়া ছাড়।

সূত্র আরও জানায়, সিরিয়া দখলকৃত গোলান হাইটসের এক-তৃতীয়াংশ ফেরত চায়। প্রস্তাবিত দুটি পরিকল্পনার মধ্যে একটিতে বলা হয়েছে, ইসরায়েল গোলান হাইটসের এক-তৃতীয়াংশ সিরিয়াকে ফিরিয়ে দেবে, এক-তৃতীয়াংশ ইসরায়েল রাখবে এবং বাকি এক-তৃতীয়াংশ ২৫ বছরের জন্য ইসরায়েলের কাছে ইজারা দেওয়া হবে।

আলোচনার আওতায় দারাআ, কুনেইত্রা ও আস-সুয়েইদা প্রদেশে তিনটি নিরস্ত্রীকরণ অঞ্চল স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এসব অঞ্চলে সিরিয়ার সেনা ছাউনি থেকে ভারী অস্ত্র প্রত্যাহার করে শুধু হালকা অস্ত্র বহনকারী সেনা ও পুলিশ মোতায়েন করার শর্ত রাখা হয়েছে।

একটি বিস্ময়কর দাবি হিসেবে সিরিয়া জানিয়েছে, লেবাননের ত্রিপোলি শহর ও বেকা উপত্যকাসহ উত্তর লেবাননের কিছু অঞ্চল ‘ঐতিহাসিকভাবে সিরিয়ার অংশ’ ছিল। এটি ফরাসি উপনিবেশের সময় লেবাননে সংযুক্ত হয়। এই অঞ্চলগুলো ফিরিয়ে আনতে এবং তা একটি সামগ্রিক চুক্তির অংশ হিসেবে আলোচনায় অন্তর্ভুক্ত করতে চায় সিরিয়া।

সিরিয়া, ইসরায়েল এবং তুরস্কের মধ্যে একটি আঞ্চলিক জলসম্পদ চুক্তির প্রস্তাবও আলোচনায় এসেছে। এর আওতায় ইসরায়েলকে ইউফ্রেটিস নদী থেকে পানি সরবরাহের জন্য পাইপলাইন স্থাপনের অনুমতি দেওয়া হতে পারে।

এই বৈঠকের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটি অন্য ঘটনায় দেখা গেছে, সিরিয়ার এক প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মী সম্প্রতি ইসরায়েলি সংসদ (নেসেট) সফর করেছেন। তিনি প্রেসিডেন্ট আল-শারআর পক্ষ থেকে স্বাভাবিকীকরণের আগ্রহ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category