• শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
  • |
  • |

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর উপজেলা পরিষদ কর্মকর্তার মৃত্যু

স্পষ্টবাদী ডেস্ক / ৫২ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উপজেলা পরিষদ কর্মকর্তার মৃত্যু

বরগুনা জেলায় বেড়েই চলছে ডেঙ্গুতে মৃত্যু রোগীর সংখ্যা। বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট (সিএ) মোসা. সিরাজুম মনিরা (৩৩) এর মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

সিরাজুম মনিরা পাথরঘাটা সদর ইউনিয়নের হোগলাপাশা গ্রামের সিরাজুল মুন্সির মেয়ে ও সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মনির মিয়ার স্ত্রী। তাঁর ১০ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, মনিরা শুক্রবার প্রচণ্ড জ্বর নিয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শনিবার সকালে তাঁর অবস্থা গুরুতর দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে বরগুনা জেলায় মোট ২ হাজার ৭৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রয়েছে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। এর মধ্যে পাথরঘাটায় দুজনের মৃত্যু হয়েছে।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গত মঙ্গলবার থেকে তিনি জ্বরে আক্রান্ত। শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য আসেন। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category