পাবনার ফরিদপুরে একই গ্রামের দুই শিশুর পানিতে ডুবে মৃত্য
পাবনার ফরিদপুরে একই গ্রামের দুই শিশুর পানিতে ডুবে মৃত্য
আজ ( ২৭জুন ২০২৫) শুক্রবার পাবনা জেলার ফরিদপুর উপজেলার, উত্তর থানা পাড়া গ্রামের প্রতিবেশী আবু সামার ( কমিশনার ) বয়সের কন্যা তন্নী ( ১১ বছর) ও আলমগীর হোসেনের পুত্র সন্তান জোবায়ের (৯ বছর) একসাথে বড়াল নদীতে গোসল করতে গেলে দুজনের কেউ সাঁতার না জানা থাকায় আনুমানিক দুপুর ১:৩০ মিনিটের দিকে দুজনই পানিতে ডুবে যায়।
গ্রামবাসী ও আত্মীয়স্বজনেরা জানতে পেরে দুজনকে উদ্ধার করে গোপালনগর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এ নিয়ে সারা এলাকায় এক শোকের মাতম ছড়িয়ে পড়েছে।