সেনাবাহিনীর অভিযান, অতিরিক্ত ভাড়া নেওয়ায় চাটমোহরে দুই বাস কাউন্টারকে জরিমানা
সঞ্জিত চক্রবর্তী
/ ৯৮
Time View
Update :
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
Share
শাহজাদপুর ট্রাভেলস কাউন্টার থেকে জরিমানা আদায় করছেন ইউএন
কুরবানির ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাবনার চাটমোহরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বুধবার রাত ১০টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় শাহজাদপুর ট্রাভেলস ও ফাতেমা পরিবহনের কাউন্টারে এ অভিযান পরিচালিত হয়।
ভাঙ্গুড়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ইমরানের নেতৃত্বে একটি সেনা দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টার থেকে লিটন ও ফাতেমা পরিবহনের কাউন্টার থেকে শরিফুল নামের দুই কর্মচারীকে আটক করা হয়।
পরে সেনাবাহিনী খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভাড়া বাড়ানোর সত্যতা পাওয়ায় শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টার মাস্টার লিটনকে ১০ হাজার এবং ফাতেমা পরিবহনের কাউন্টার মাস্টার শরিফুলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অতিরিক্ত আদায় করা ভাড়া প্রায় অর্ধশতাধিক যাত্রীর কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেন ইউএনও। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে।