• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
  • |
  • |
Headline :
গাইবান্ধায় বাসর ঘরে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ আটক ৭ সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ও জাপা নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ আবির্ভাব পুণ্য স্নান মহোৎসব শুরু পাবনায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, পাবনা জেলা কমিটি গঠন আহ্বায়ক- রকিবুল, সদস্য সচিব বাপ্পী মেরুন পোশাকধারী হামলাকারীর পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান রংপুরে দলীয় কার্যালয়ের সামনে জাপা নেতাকর্মীদের অবস্থান এবার টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ অপু বিশ্বাস সন্তান জন্মের পর চরম অর্থকষ্টে ভুগেছেন নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে : প্রেসসচিব

গণ-অভ্যুত্থানের পর ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি ভীষণ হতাশ :আজমেরি হক বাঁধন

স্পষ্টবাদী ডেস্ক / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
জুলাই বিপ্লবে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাই বিপ্লবে সরকার পতন আন্দোলনে ব্যাপক সরব ছিলেন অভিনেত্রী। ছাত্র-জনতার পক্ষে রাস্তায় নেমেছিলেন। তবে সরকার পরিবর্তনের পর দেশের খুব একটা পরিবর্তন হয়নি বলেই মনে করেন এ অভিনেত্রী।

তার মতে, গণ-অভ্যুত্থানের পর তিনি আরো ক্ষতিগ্রস্ত হয়েছে।সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে হাজির ছিলেন বাঁধন। সেখানে তিনি জানান, গণ-অভ্যুত্থানের পরে ব্যক্তিগতভাবে তার পেশাগত জীবনে তিনি বেশ ক্ষতির মুখেই পড়েছেন। এককথায়, তিনি এই সরকারের প্রতি হতাশ।

বাঁধনের মতে, দীর্ঘদিন শিল্পাঙ্গনে এককভাবে ক্ষমতা ধরে রাখা একটি গোষ্ঠী এখন প্রান্তচ্যুত, এবং নতুন গোষ্ঠী কাজ দখল করেছে।

গেল বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে নতুন এক বাংলাদেশের সূচনা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে শুরু করেন সারাদেশে সংস্কার কার্যক্রম। অভ্যুত্থানের ১০ মাস পার হয়ে গেলেও দেশের খুব একটা পরিবর্তন হয়নি বলেই মনে করছেন বাঁধন। বরং অভ্যত্থানের পর ব্যক্তিগতভাবে পেশাগত জীবনে তিনি বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেই গণমাধ্যমে জানান।

বাঁধন বলেন, ‘গণ-অভ্যুত্থানের আগে তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল, যার মধ্যে একটি সিনেমার সাইনিং হওয়ার কথা ছিল গত বছরের ২৫ জুলাই এবং আরেকটির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের ৩০ আগস্ট থেকে। কিন্তু সংশ্লিষ্ট দুজন প্রযোজক এখন নানা সমস্যায় থাকায় তারা আর কাজটি করতে আগ্রহী নন। এসব প্রযোজক আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সেই রাজনৈতিক যোগসূত্রের কারণেই তারা এখন পিছিয়ে এসেছেন।’

বাঁধনের মতে, দীর্ঘদিন শিল্পাঙ্গনে এককভাবে ক্ষমতা ধরে রাখা একটি গোষ্ঠী এখন প্রান্তচ্যুত, এবং নতুন গোষ্ঠী কাজ দখল করেছে। দখল করলেও কাজ চলছে তাদের মতো করে। শুধু নিয়ন্ত্রণের হাতবদল হয়েছে। সরকার বদলে শুধু সিন্ডিকেটই বদল হয়েছে উল্লেখ করে বাঁধন বলেন, ‘অনেকে বলছে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ কমে গেছে, বিষয়টা এ রকম না। কিছু সিন্ডিকেট চেঞ্জ হয়েছে। যেটা হয় যে একদল আগে কাজ করত, এখন আবার আরেক দল দখল করেছে। কিন্তু দখলের পরে আবার তারা কাজ করছে।’

এছাড়া জুলাই অভ্যুত্থানের পর শিল্পীদের প্রতি বিদ্বেষ, হেনস্তা ও মিথ্যা মামলার প্রবণতা বেড়েছে বলেই মনে করছেন বাঁধন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার একজন কো-আর্টিস্টকে গ্রেফতার করা হয়েছে। একটা মিথ্যা মামলার আসামি করা হয়েছে তাকে। আমার সঙ্গে হয়েছে, আমার আশপাশের মানুষের সঙ্গেও হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category