আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য গতকাল সোমবার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের জন্য বরাদ্দ কমেছে ২৫ শতাংশ।
তবে প্রবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও বিদেশ গমন প্রক্রিয়া সহজীকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য দক্ষ জনশক্তি গড়ে তুলে বৈদেশিক কর্মসংস্থান বাড়ানো এবং রেমিট্যান্স প্রবাহ আরো শক্তিশালী করা।
প্রবাসী শ্রমিকদের বিদেশ গমন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। বর্তমানে ছয়টি জেলায় এক্সিট ক্লিয়ারেন্স সুবিধা চালু করা হয়েছে,
যা পর্যায়ক্রমে দেশের সব জেলায় সম্প্রসারণ করা হবে। এছাড়া প্রতারণার শিকার শ্রমিকদের অভিযোগ দাখিল ও নিষ্পত্তির জন্য একটি ডিজিটাল সিস্টেম চালু করার পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগগুলোর মাধ্যমে সরকার প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায় এবং বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় করতে চায়।