পাবনার সদর উপজেলার দুবলিয়া বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা ইকবাল সড়কের মাথায় পারিবারিক পূর্ব শত্রুতার জেরে এক ফলন্ত গাছ কাটার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী নুরুল বিশ্বাস অভিযোগ করেন, শুক্রবার ৩০ মে সকাল সাড়ে ১১টায় তার চাচাতো ভাই সাত্তার বিশ্বাস, স্ত্রী পিয়ারি খাতুন এবং ছেলে পিয়াস ও জিসান দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে প্রবেশ করে দুটি গাছ কেটে ফেলে। অভিযুক্ত সাত্তার বর্তমানে বাংলাদেশ পুলিশের রাজশাহী বিভাগে এসআই পদে কর্মরত।
নুরুলের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তার স্ত্রী বাড়িতে একা ছিলেন। গাছ কাটার শব্দ শুনে এগিয়ে গেলে সাত্তার বিশ্বাসের ছেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করে। তিনি দ্রুত পালিয়ে প্রাণে বাঁচেন।
নুরুল বিশ্বাসের ছেলে উজ্জ্বল হোসেন বলেন, আমাদের অনুপস্থিতির সুযোগে তারা পরিকল্পিতভাবে সীমানা প্রাচীরের পাশে থাকা একটি কাঁঠাল গাছ কেটে ফেলে। সাত্তার বিশ্বাস এসআই পদে থাকায় প্রভাব খাটিয়ে হুমকি দেন—”এই দেশে থাকতে দিবো না, গুলি করে মেরে ফেলবো।”
পাশের বাড়ির বাসিন্দা ফুলমালা খাতুন বলেন, তিনি নিজের চোখে গাছ কাটার ঘটনা দেখেছেন। অপর একজন স্থানীয় নারী, কমেলা খাতুনও বলেন, তিনি এসে দেখেন গাছ কেটে সবাই চলে যাচ্ছে।
অভিযুক্ত সাত্তার বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া সুজাত আলী বলেন, গাছ কাটার সময় সাত্তার বিশ্বাসের স্ত্রী ও ছেলেরা ধারালো অস্ত্রসহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাকে বলেও জানানো হয়, গাছ কাটতেই এসেছে।
পরিবারের অভিযোগ, একটি কাঁঠাল গাছ তাদের বাড়ির ভেতরে এবং একটি আমগাছ রাস্তার পাশে রোপণ করা হয়েছিল। সাত্তার নিজে এবং তার ছেলে গাছে উঠে ডালপালা কেটে ফেলে।
ঘটনার বিষয়ে অভিযুক্তের স্ত্রী পিয়ারি খাতুন বলেন, গাছটি তাদের জায়গায় ছিল, তাই কেটেছেন। তার দাবি অনুযায়ী, তিনি নিজে কিছু কেটেছেন এবং ছেলেকে দিয়েও কিছু কাটিয়েছেন।
এ বিষয়ে দুবলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহীদুল্লাহ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর মতে, এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়ে এ ধরনের আচরণ সমাজে ভুল বার্তা দেয়, যা বিচারবহির্ভূত প্রভাব সৃষ্টি করতে পারে।