• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
  • |
  • |
Headline :

পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

স্পষ্টবাদী ডেস্ক / ৭৩ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে এক মানসিক ভারসাম্যহীন কিশোরী নিহত হয়েছেন। নিহত বন্যা খাতুন (১৭) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথূলী গ্রামের মৃত আরজান আলীর মেয়ে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের জগতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় বন্যা খাতুন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটী এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর স্টেশন অতিক্রম করে জগতলা এলাকায় পৌঁছলে কাটা পড়ে বন্যার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

তবে প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম নামের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, জঙ্গলের ভেতর থেকে হঠাৎ ওই কিশোরী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ওই কিশোরীর (বন্যা) শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এমন বীভৎস ঘটনা দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যান।

সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন জানান, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category