• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
পাবনার আটঘরিয়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ১৭ বছরে ১৪তম সরকারের পতন দেখল নেপাল নেপালে আটকেপড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন, পরিস্থিতি শান্ত হলে ফিরবেন বালেন্দ্রর বদলে এখন সুশীলাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন-জি মুরাদনগরে ইভটিজিংকে কেন্দ্র করে বিদ্যালয়ে হামলা, দুই শিক্ষকসহ আহত ১৫ কিশোরগঞ্জে “সন্ধ্যা মডেল লাইব্রেরী” নিবন্ধন পেয়েছে তরুণদের কর্মসংস্থানে নতুন দিগন্ত : সাটুরিয়ায় ডব্লিউএস কমার্সের শাখা অফিস উদ্বোধন আন্দোলন ছিনতাই হবার দাবি নেপালের জেন-জি’র একের পর এক সরকার পতন, জেন-জিদের ক্ষোভে পুড়ছে বিশ্ব ডাকসু নির্বাচনে বিজয়ীদের জামায়াত আমিরের শুভেচ্ছা

ছাত্রদলের আহ্বায়ক ৮২ কেজি গাঁজা সহ আটক

Reporter Name / ৪৮ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

৮২ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।  বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুর থানার দোলাইরপাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের রুপ মিয়ার ছেলে রাসেল মাহমুদ, একই ইউনিয়নের মানরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. ইউসুফ, একই উপজেলার সদর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের বারেক মিয়ার ছেলে সুজন ও মাধবপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম সাব্বির।

রাসেল শশীদল ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক পদে রয়েছেন। র‌্যাবের দাবি, রাসেল এক চিহ্নিত মাদক কারবারি।

র‌্যাব জানায়, গাঁজার চালান আসছে এমন খবরে শ্যামপুর থানার দোলাইরপাড় মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল। এ সময় একটি পিকআপের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে পিকআপটি থেকে ৮২ কেজি গাঁজাসহ রাসেল ও তার তিন সহযোগীকে আটক করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ ভূঁইয়া বলেন, ‘মাদকসহ আটকের বিষয়টি সঠিক। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category