বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন শ্রমিকের ঘামে ভেজা শরীরে গড়া আমাদের এই পৃথিবী, আজ যে উন্নত পৃথিবীতে আমরা বসবাস করি তার সকল অবদান শ্রমিকদের । মেহনতী মানুষের ঘাম শ্রম আমাদের চালিকাশক্তি কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত আমরা সরকারি বেসরকারিভবে শ্রমিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে পারিনি, সারা পৃথিবীতে শ্রমিকেরা নির্যাতিত নিপিড়ীত, শুধু কাগজে কলমে আইন থাকলেও শ্রমিক নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা কোনকিছুই বাস্তবায়ন হয়নি।
গতকাল ৩০মে শুক্রবার পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে পাবনা জেলার সকল শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন শুধুমাত্র মে দিবসে একটা টিশার্ট আর এক প্যাকেট বিরিয়ানি ছাড়া শ্রমিকেরা কোনকিছু পায়নি। এই অধিকার নিয়ে আমাদের ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় কাজ করতে হবে। সকল শ্রেণীর শ্রমিকদের প্রাপ্য অধিকার সুনিশ্চিত করতে হবে। এর জন্য যা যা করা যায় আমি করবো। আমি সারাজীবন শ্রমিক অধিকার নিয়ে কাজ করে আসছি আমি খুব কাছে থেকে দেখেছি তাদের দুর্দশা তাদের জিবনের কালো অধ্যায় তাই আমি তাদের অধিকার বাস্তবায়নে কাজ করে আসছি। আপনারাও আসুন আপনাদের কি সমস্যা কি সম্ভাবনা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করি।
আমি জানি পাবনা জেলার শ্রমিক সংগঠন এর নেতৃবৃন্দ অনেক যোগ্য এবং ঐক্যবদ্ধ আপনারা চাইলেই অনেক ভালো কাজ করা সম্ভব। এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর আহবায়ক ফিরোজ খান, পাবনা জেলা ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন এর সিনিয়র সহ-সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, সাবেক সভাপতি মোঃ শহিদুল্লাহ, পাবনা জেলা রিক্সাচালক ইউনিয়ন এর আহবায়ক পাভেল হাসান, পাবনা জেলা সেলুন ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ সেলিম হোসেন, পাবনা জেলা মোটর মেকানিজ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ বারিক, জেলা বিড়ি মজুর ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, পাবনা জেলা জুয়েলারি মালিক সমিতির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ,
এসময় উপস্থিত শ্রমিক নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন এবং তারা ঐকবদ্ধ হয়ে শ্রমিকদের জীবন জীবিকার মান উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান মাস্টার, পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহবায়ক এসকে সাগর, পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজ এর সাবেক এজিএস মোঃ এনামুল হক পলাশ সহ বিভিন্ন ইউনিট এর নেতাকর্মীবৃ্ন্দ।