• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
  • |
  • |
Headline :

পটুয়াখালীর বাউফলে নিম্নাঞ্চল প্লাবিত – বিদ্যুৎ বিচ্ছিন্ন

স্পষ্টবাদী ডেস্ক / ৫৪ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

পটুয়াখালীর বাউফলে নিম্নচাপের প্রভাবে দু’দিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের তোড়ে কেশবপুরের ৬ নং ওয়ার্ডের কাঁচা সড়ক ভেঙে ভরিপাশা গ্রাম মমিনপুর, নিমদী, চন্দ্র দ্বীপ, বাহের চর, গোপালিয়া, হাজিপুর ও কলতা পানির নিচে তলিয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। এছাড়া ঝড়ে বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেটসেবা প্রায় অচল হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বাড়লেই কাঁচা সড়ক ভেঙে তলিয়ে যায়। কয়েকদিনের টানা নিম্নচাপের প্রভাবে তেতুলিয়া ও লোহালিয়া নদী ছিল উত্তাল। এর ওপর প্রবল বৃষ্টি ও বাতাসে কাঁচা বাড়ি, সড়কের ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রচুর গাছপালা উপড়ে গেছে।

স্থানীয় কেশবপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান বলেন, ঝড়ের সংকেত শুনে জেলেরা নৌকা-ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে গেছে। জোয়ারের পানিতে মমিনপুর, ভরপাশাসহ বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে।

বাউফল উপজেলা ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মজির রহমান চৌধুরী বলেন, ঝড়ের তাণ্ডবে ট্রান্সফরমারসহ প্রায় ১০টি বৈদ্যুতিক খুঁটি এবং দেড় কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন ছিঁড়ে গেছে।

এ বিষয়ে বাউফল উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মস্তফা মৃদুল মোর্শেদ মুরাদ জানান, ক্ষয়ক্ষতির নিরূপণ করে জানানো হবে। কাঁচা সড়কের ক্ষতি হয়েছে বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category