ভোর থেকেই পাবনার আকাশজুড়ে ছিল মুষলধারে বৃষ্টি। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করেও সদর উপজেলার বড় বাজারে পরিচালিত হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনির নেতৃত্বে ২৬ মে সোমবার এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। উল্লেখযোগ্যভাবে লক্ষী ভান্ডার আইনটির ৪৫ ধারায় ৫,০০০ টাকা,মেসার্স নাঈম স্টোর – ৩৭ ধারায় ১,০০০ টাকা,মেসার্স রিপন স্টোর – ৩৭ ও ৩৮ ধারায় ৪,০০০ টাকা,পিওর লাইভ ফুড – ৩৮ ও ৪৩ ধারায় ১২,০০০ টাকা,এই অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২২,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সহায়তা করেন পাবনা র্যাবের একটি চৌকস টিম, যারা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি জানান, “ক্রেতাদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। ভেজাল পণ্য, ওজনে কারচুপি এবং মূল্য তালিকা না থাকা প্রভৃতি অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা অবলম্বন করা হচ্ছে।”
তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যবসায়ী মহলে সতর্কতা সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।