ছয় দফা দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদের ডাকা অবস্থান-কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান রয়েছে। রবিবার সকাল থেকে দুই দিন এই অবস্থান কর্মসূচি চলবে।
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক/ সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান। ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ। টেকনিক্যাল পদমর্যাদার প্রদান। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে।পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ মোট ছয়টি দাবিতে তারা মাঠে নেমেছে বলে জানা যায়।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা স্বাস্থ্য সহকারীদের সাথে কথা বলে জানা যায় স্বাস্থ্য সহকারিদের নানা অভিযোগ।
স্বাস্থ্য সহকারীরা তৃতীয় শ্রেনী ( ১৬ তম গ্রেড) হওয়া সত্বেও প্রান্তিক পর্যায়ে রোগ প্রতিরোধ যোদ্ধা
হিসাবে ইপিআই সহ আরো অসংখ্য প্রকার টেকনিক্যাল কার্যক্রম করে থাকে।
তৃণমূল পর্যায়ের ঘরে ঘরে সেবা পৌঁছে দেয়ার ফলে বাংলাদেশ ভ্যাকসিন হিরো এওয়ার্ড, সাউথ সাউথ পুরস্কার এবং দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ টিকাদান কারী দেশের মর্যাদা।
এছাড়াও এম ডি জি ও এস ডি জি অর্জনে তাদের ভূমিকা রয়েছে।
তাই তাদের কর্মের মূল্যায়ন বৈষম্য দূরীকরণের ন্যায্য দাবি পূরণের সময় এসেছে বলে মনে করেন তারা।