ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তার আগে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানান অধিনায়ক রোহিত শর্মা।
এর কিছু দিন পর টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন বিরাট কোহলিও। এরপর থেকে টেস্টে ভারতের নতুন অধিনায়ক কে হতে পারেন সেই নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।
অবশেষে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
অধিনায়ক হওয়ার দৌড়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন শুভমান গিল। আনুষ্ঠানিক ঘোষণায় এসেছে এই ব্যাটারের নাম।
ইংল্যান্ডের বিপক্ষে আগামী ২০ জুন থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ দিয়ে গিলের অধিনায়কত্ব শুরু হবে গিলের।
শনিবার (২৪ মে) গিলকে অধিনায়ক করা ও টেস্ট স্কোয়াড ঘোষণা নিয়ে মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদরদপ্তরে সংবাদ সম্মেলন করেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার।
এ সময় তিনি বলেন, ‘হাতে থাকা প্রতিটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। গত এক বছর শুভমান গিলের দিকে নজর ছিল। একইসঙ্গে ড্রেসিংরুম থেকেও ফিডব্যাক পেয়েছি।
পরিশেষে আমাদের আশা উপযুক্ত ব্যক্তিকেই বেছে নেওয়া হয়েছে।’
ইংল্যান্ড সিরিজে ভারতের স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল,
সাই সুধারসন, অভিমন্যু ইশ্বরন, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক),
ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মো. সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ, আরশদীপ সিং, কুলদীপ যাদব।