• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
  • |
  • |

দুর্নীতি দমনে তরুণদের ভূমিকা অপরিসীম – ভারপ্রাপ্ত জেলা প্রশাসক

শিশির ইসলাম / ২৯৬ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন দুর্নীতি দমন করতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে, তরুণেরাই পারে দুর্নীতি মুক্ত প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করতে। আজ শনিবার পাবনা প্রেসক্লাব ভিআইপি অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পাবনার আয়োজনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গরবে আগামীর শুদ্ধতা”

এই শ্লোগান কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ারুল উল আজীজের সভাপতিত্বে দুর্নীতি বিরোধী রচনা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা এবং অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন তরুণরাই দেশের প্রাণ শক্তি তাদের সক্রিয় ভূমিকাই পারে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে।

দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক পাবনার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম সরকার। বিতর্কে পাবনা স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ দল চ্যাম্পিয়ন এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ দলের তাজমিরা সিরাজ সিথী শ্রেষ্ট বিতার্কিক নির্বাচিত হন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দুর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এবিএম ফজলুর রহমান,

পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা প্রমুখ। পরে প্রতিযোগিতায় বিজীয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও মর্ডারেটরের দায়িত্ব পালন করেন সাহিত্য বিতর্ক ক্লাব, পাবনার সভাপতি ড. মো. মনছুর আলম।

বিচারকের দায়িত্ব পালন করেন দৈনিক সিনসা সম্পাদক ও সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের সহযোগী শিক্ষক এসএম ফরিদ হোসেন, কবি ও শিক্ষক আজিজা পারভীন ও জামিল আহমেদ। বিভিন্ন প্রতিযোগিতায় পাবনার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category