• বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী রাবি ছাত্রীদের ‘যৌনকর্মী’ বলা সেই ছাত্রদল নেতার শাস্তি পদসাময়িক স্থগিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আ’লীগ, চরমোনাই, জামাত সবাইকে যোগদানের আহবান বিএনপি সভাপতির সিঙ্গাপুর প্রবাসীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগে ভুক্তভোগী স্বামীর সংবাদ সম্মেলন নলছিটিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার বাংলাদেশে ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করতে পারবে সংখ্যালঘুরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা তো দূরের বিষয়, তিন নেতার কারো চিন্তাভাবনাতেই নেই: রাশিয়া শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ে রিপোর্টার্স ক্লাবের লিফলেট বিতরন কাগজ কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না : রুমিন ফারহানা

ঢাকার দুই সিটি নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দিচ্ছে সরকার : নাগরিক সেবা বন্ধ

স্পষ্টবাদী ডেস্ক / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

জাতীয় নির্বাচন না কি স্থানীয় নির্বাচন কোন নির্বাচন আগে হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত বিতর্কের মাঝেই সরকার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো নিয়ে চলমান আন্দোলন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ডিএসসিসি ও ডিএনসিসির নাগরিক সেবা কার্যত অচল হয়ে পড়ায় এই সংকট নিরসনে সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে। স্থানীয় সরকার বিভাগ খুব শিগগিরই নির্বাচন কমিশনকে (ইসি) নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়ে চিঠি দিতে যাচ্ছে।

আইন অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগ চিঠি দিলে নির্বাচন কমিশন তৎপর হয়। এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় সরকার মনে করছে, দ্রুত নির্বাচন জরুরি। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ অনুসারে, জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এরই মধ্যে একজন নাগরিক, নিজেকে জুলাই আন্দোলনের সংগঠক ও এনসিপির কর্মী দাবি করে, সিইসিকে চিঠি দিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন দ্রুত আয়োজনের আহ্বান জানিয়ে। চিঠিতে নাগরিক সেবা বিপর্যয়ের কথা তুলে ধরা হয়েছে।

অন্যদিকে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার সুপারিশ করেছে। তবে বিএনপিসহ বিরোধী জোটের দাবি, জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন স্থগিত রাখতে হবে। তারা অন্তর্বর্তী সরকারের অধীনে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়।

ঢাকা দক্ষিণে পরিস্থিতি আরও জটিল। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ২০২০ সালের সিটি নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও, সুপ্রিম কোর্টে আইনজীবীরা লিগ্যাল নোটিশ দিয়ে গেজেট চ্যালেঞ্জ করেন। বর্তমানে সেই রিটের শুনানি শেষে বৃহস্পতিবার আদালতের আদেশ আসার কথা।

ইশরাকের সমর্থকরা ইতোমধ্যেই ডিএসসিসি নগর ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করেছে। এর ফলে দক্ষিণ সিটির সব সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। আটটি আঞ্চলিক অফিসসহ নগর ভবনের কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, নাগরিকদের কোনো সেবা দেওয়া যাচ্ছে না। পুরো নগর প্রশাসন কার্যত স্তব্ধ।

উল্লেখ্য, শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামের মেয়াদ শেষ হয় ১৫ মে। একজন পালিয়ে গেছেন, অন্যজন কারাবন্দি। এ প্রেক্ষাপটে গত বছর সরকার প্রশাসক নিয়োগ দেয়।

নির্বাচন কমিশনকে দায়ী করে এনসিপি বলছে, সময়মতো আপিল না করায় সংকট তৈরি হয়েছে। এনসিপির নেতা সারোয়ার তুষার বলেন, এই অচলাবস্থার দায় ইসির। দ্রুত স্থানীয় সরকার নির্বাচনই এখন একমাত্র সমাধান।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, সংকটের আইনি সমাধান নিয়ে সরকার কাজ করছে এবং আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কোন নির্বাচন আগে হবে তা সরকার ঠিক করবে। কমিশনের দায়িত্ব শুধু সেই নির্বাচন আয়োজন করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category