বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি মাদকব্যবসায়ী ও অস্ত্র মামলার আসামি মোবারক বিশ্বাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে কোট চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) সকালে জেলা ও দায়রা আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাবনা জেলা জজ কোর্টের একজন পিপি বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে কতিপয় এক জজের যোগসাজশে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামী মোবারক বিশ্বাসের জামিন শুনানির ব্যবস্থা করেছে। এ খবর প্রকাশ হওয়ার সাথে সাথে তাৎক্ষনিক প্রতিবাদ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দৈনিক পাবনার চেতনার সম্পাদক এস এম আদনান উদ্দিনের সার্বিক পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ,
ছাত্র আন্দোলনের নেতা খালিদ শোভন, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আতিকুর রহমান নয়ন, জেলা ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক বাবু, জেলা যুবদল নেতা জুয়েল রানা,
পাবনা জেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান, পৌর ছাত্রদলের নেতা হৃদয় হোসেন, লিমন হোসেন, ইব্রাহিম হোসেন সান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদল নেতা তামিম হোসেন রত্ন, মেহেদী হাসানসহ প্রমুখ।
এ সময় বক্তারা ছাত্র হত্যা মামলার আসামি মোবারকের ফাঁসি দাবি করেন পাশাপাশি ছাত্র হত্যা মামলার সকল আসামির গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, মোবারক বিশ্বাসের বিরুদ্ধে মাদক অস্ত্র চোরাচালানকারী, জাল টাকার ব্যবসা, চাঁদাবাজি, দখল, দেহ ব্যবসা ও প্রতিষ্ঠান দখলসহ একাধিক মামলা রয়েছে।