সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, এবার জিলহজ মাস শুরু হয়েছে বুধবার, ২৮শে মে। এর ফলে এ বছর পবিত্র হজ শুরু হবে ৪ঠা জুন।
এদিন বিশ্বের নানা প্রান্ত থেকে যাওয়া হজযাত্রী মিনায় তাঁবুর শহরে সমবেত হবেন। এর পরদিনই হবে পবিত্র আরাফাত দিবস। মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হজ মৌসুমের প্রস্তুতি, আঞ্চলিক রাজনীতি, জ্বালানি খাতের অগ্রগতি এবং স্বাস্থ্য ও সন্ত্রাসবিরোধী উদ্যোগ নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
মন্ত্রিসভা জানায়, সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ উচ্চ দক্ষতা, সমন্বয় ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে হজযাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। উন্নত অবকাঠামো এবং বিশাল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে হজের প্রতিটি স্তরকে সহজতর করা হয়েছে।
সৌদি সরকার পবিত্র দুই মসজিদের খিদমতকে গর্বের বিষয় হিসেবে তুলে ধরে বলেছে- হজ, ওমরাহ করতে লাখো মুসলমানের আগমন সৌদি আরবের ইসলামী নেতৃত্ব ও ঐতিহ্যবাহী দায়বদ্ধতার প্রতিফলন।
সৌদি আরব ও কুয়েতের মধ্যে নিরপেক্ষ অঞ্চলে একটি নতুন তেল ক্ষেত্র আবিষ্কারের খবরকে মন্ত্রিসভা একটি “ইতিবাচক অগ্রগতি” হিসেবে স্বাগত জানিয়েছে। যৌথ অনুসন্ধান এবং উন্নয়ন প্রচেষ্টার সফলতার ফল বলেই এই আবিষ্কার সম্ভব হয়েছে বলে জানানো হয়।