• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
  • |
  • |
Headline :
পাবনার  ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু শোক সংবাদ রংপুর রেলওয়ে স্টেশনে চাহিদার ২০ ভাগ টিকিট পাচ্ছে না মানুষ গোপালগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ দুই দিনের ব্যবধানে মাটিরাঙ্গায় দ্বিতীয় ধর্ষণ : অস্ত্র ঠেকিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ, সেনাবাহিনীর হাতে ধর্ষক আটক ট্রাভেল পাস ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন, মানতে হবে আরও যেসব নির্দেশনা স্কুল-কলেজ কমিটির সভাপতি পদে সরকারি কর্মকর্তা মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত দেশের ৬৪% রেলপথই নড়বড়ে ময়মনসিংহে কেজিতে ১০ টাকা কমেছে সবজির দাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শেষ হচ্ছে আজ

৭ দফা দাবিতে পাবনায় শিক্ষকদের উদ্যোগে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

শিশির ইসলাম / ৩৮ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
৭ দফা দাবিতে পাবনায় শিক্ষকদের উদ্যোগে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
৭ দফা দাবিতে পাবনায় শিক্ষকদের উদ্যোগে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

“বঞ্চনা নয়, মর্যাদা চাই”— এই স্লোগানকে সামনে রেখে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, পাবনা জেলা শাখা। সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে পাবনা জেলা শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

পাবনা আদর্শ শিক্ষক পরিষদের সহ-সভাপতি মাওলানা আনসারুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. ইদ্রিস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন পাবনা দারুল আমান ট্রাষ্ট এর উপাদক্ষ মাওলানা আব্দুল লতিফ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবী বাস্তবায়ন কমিটির পাবনার আহবায়ক এস এম মাহবুব আলম, আতাইকুলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক রাজু ইসলাম, মালিগাছা মজিদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ, বক্তারা বলেন, দেশের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাজ নিরলসভাবে কাজ করলেও এখনও তারা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত।

এজন্য ৭ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে — এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ, ৪৫% বাড়ি ভাড়া, ১০০% উৎসব ভাতা প্রদান, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ অন্যান্য প্রণোদনা দাবি।

বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। বক্তারা সরকার সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, সরকারের শিক্ষা উন্নয়ন পরিকল্পনায় শিক্ষক সমাজকে অবহেলা করা হলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলার বিভিন্ন ইউনিট এর নেতাকর্মী ও পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category