“বঞ্চনা নয়, মর্যাদা চাই”— এই স্লোগানকে সামনে রেখে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, পাবনা জেলা শাখা। সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে পাবনা জেলা শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
পাবনা আদর্শ শিক্ষক পরিষদের সহ-সভাপতি মাওলানা আনসারুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. ইদ্রিস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন পাবনা দারুল আমান ট্রাষ্ট এর উপাদক্ষ মাওলানা আব্দুল লতিফ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবী বাস্তবায়ন কমিটির পাবনার আহবায়ক এস এম মাহবুব আলম, আতাইকুলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক রাজু ইসলাম, মালিগাছা মজিদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ, বক্তারা বলেন, দেশের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাজ নিরলসভাবে কাজ করলেও এখনও তারা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত।
বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। বক্তারা সরকার সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, সরকারের শিক্ষা উন্নয়ন পরিকল্পনায় শিক্ষক সমাজকে অবহেলা করা হলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলার বিভিন্ন ইউনিট এর নেতাকর্মী ও পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।