• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
  • |
  • |

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়ায় নিবন্ধনধারীর আত্মহত্যা

স্পষ্টবাদী ডেস্ক / ২৭ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়ায় নিবন্ধনধারীর আত্মহত্যা

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়ায় যমুনা রায় (২৭) নামে এক শিক্ষিকা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের কল্যানশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহত যমুনা রায় স্থানীয় শিকারীপাড়া টি.কে.এম উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরিরা জন্য আবেদন করেছিলেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার শিক্ষক নিয়োগের সুপারিশের ফলাফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে যমুনা রায় সুপারিশ পাননি। রাতে পরিবারের সঙ্গে খাবার শেষে নিজ কক্ষে শুতে যান তিনি। গভীর রাতে তার মা ঘরে ঢুকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, যমুনা রায় সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের বাংলা বিভাগের মেধাবী ছাত্রী ছিলেন। ২০২৩ সালে তিনি শিকারীপাড়া টি.কে.এম উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন।

বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়ায় মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category