• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • |
  • |

৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ

স্পষ্টবাদী ডেস্ক / ৬১ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫
৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ

দেশে পাঁচ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আজ শুক্রবার (৩০ মে) সকাল ১০টার দিকে নিজ ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারা দেশে টেলিযোগাযোগসেবা বিঘ্নিত হচ্ছে। একই কারণে বিদ্যুৎ–বিভ্রাটে পাঁচ হাজারের বেশি বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) বন্ধ হয়ে গেছে,

যা মোবাইল টাওয়ার নামে পরিচিত। গতকাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকায় গতকাল থেকে প্রবল বর্ষণ চলছে।

আগামীকাল শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবারও দেশের অন্তত পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারা দেশে টেলিযোগাযোগসেবা বিঘ্নিত হচ্ছে।

টেলিযোগাযোগ নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে নিরলসভাবে কাজ করছেন পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগসেবার কর্মীরা।

বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলে মারাত্মক প্রভাব পড়ার কথাও ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category