একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ ৪৯ আসামির সকলের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ।
এর আগে গত ১৭ জুলাই আপিলের ওপর প্রথম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ (২৭ জুলাই) তারিখ নির্ধারণ করেন।
এই মামলার পলাতক দুই আসামি মো. হানিফ ও মাওলানা তাজউদ্দীনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহানকে নিয়োগ দিয়েছে আপিল বিভাগ।
গত বছরের ১ ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনের বিভিন্ন মেয়াদের দন্ড মওকুফ করে রায় দেয় হাইকোর্ট। একই সাথে বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এই রায়ের বিরদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে গত ১ জুন তা মঞ্জুর করে আপিল করার অনুমতি দেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ।
২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে দলের সভাপতি শেখ হাসিনাসহ নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে দলটির নেতাকর্মীসহ ২৪ জন নিহত হন।