কিন্তু ১২ বলে ১১ ছক্কা ক’জনই বা হাঁকাতে পারেন। এবার সেই অবিশ্বাস্য কাণ্ডই করে বসলেন ভারতের এক ব্যাটার। কেরালা ক্রিকেট লিগের ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। তার নাম সালমান নিজার।
তির অনন্তপুরমে কালিকট বনাম ত্রিবান্দ্রমের ম্যাচে আগে ব্যাট করতে নেমে চাপে ছিল কালিকট। ১৮ ওভার শেষে তাদের রান ছিল ৬ উইকেটে ১১৫। ধারণা করা হচ্ছিল, ১২৫-১৩০ রানের মধ্যে শেষ হবে তাদের ইনিংস। কিন্তু পরের দুই ওভারে ম্যাচের দৃশ্যপট বদলে দিলেন সালমান।
বাঁহাতি এই ব্যাটার ১৯তম ওভারে প্রথম পাঁচ বলে পাঁচটি ছক্কা মারেন। ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম, আইপিএল খেলা ক্রিকেটারের বলে এই কাণ্ড করেন তিনি। শেষ বলে সিঙ্গেল নিয়ে শেষ ওভারে নিজের স্ট্রাইক নিশ্চিত করেন সালমান।
পরের ওভারে আরও অগ্নিরূপে সালমান। অভিজিৎ প্রবীণের ছয় বলে ছয় ছক্কা হাঁকান তিনি। পাশাপাশি ওয়াইড বলে আরও চার রান দেন বোলার। অর্থাৎ, সেই ওভারে আসে ৪০ রান। শেষ দুই ওভারে ৭১ রান করেন সালমান। শেষ পর্যন্ত ২৬ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি। মারেন ১১ ছক্কা। তার ব্যাটে ভর করে ১৮৬ রান করে কালিকট।
কেরালার ছেলে সালমান গত মৌসুম থেকে নজর কাড়তে শুরু করেছেন। রঞ্জি ট্রফিতে তিনবার ৯০-এর বেশি রান করেছিলেন। কিন্তু এখনো শতক হাঁকাতে পারেননি। কেরালা গতবার রঞ্জির ফাইনাল খেলার পেছনে বড় ভূমিকা ছিল সালমানের। তবে লাল বলের চেয়ে সাদা বলের ক্রিকেটে বেশি ভয়ংকর তিনি।