• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
  • |
  • |

হাসিনাকে পুশ-ইন করা হচ্ছে না কেন : ভারতের কাছে রিজভীর প্রশ্ন

স্পষ্টবাদী ডেস্ক / ৪১ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
হাসিনাকে পুশ-ইন করা হচ্ছে না কেন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ। তাকে পুশইন করছেন না কেন?

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে একথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে। তাদের তো পুশইন করছেন না।

শুধু রাজনৈতিক স্বার্থে দিল্লি। ভারতের নাগরিক, হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস কিন্তু তারা মুসলমান হওয়ার কারণে, তারা বাংলা ভাষায় কথা বলে জন্য তাদেরকে বাংলাদেশি আখ্যা আখ্যা দিয়ে পুশইন করা হচ্ছে। সরকারের উচিত সেটা পুশব্যাক করা।’
তিনি আরো বলেন, ‘এর আগে তো আমরা দেখেছি এই চেষ্টা হয়েছে।

তখন তো পুশব্যাক করা হয়েছে। এটা হচ্ছে একটা দেশপ্রেমিক সরকার, জাতীয়তাবাদী সরকার, তাদের এই দায়িত্ব। ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের দুর্বৃত্ত লুটেরা, ব্যাংকের টাকা পাচারকারী এবং প্রকাশ্যে গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া হয়েছে। সেখানে ইনক্লুডিং শেখ হাসিনাসহ তারা পুশইন হন না।

এগুলো বাংলাদেশের মানুষ সবই বুঝতে পারছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘তারা জানে কেন করা হচ্ছে, কি জন্য করা, এইজন্যই যে- সেই দেশ তাদের পছন্দ মতো সরকার চায়। সেই সরকারকে জনগণ পছন্দ করুক না করুক, তাতে কোনো যায় আসে না। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে, তার মানে এটা কারা করে যারা প্রভুত্বকামী দেশ, যারা সাম্রাজ্যবাদী দেশ তারা যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায় তাদের প্রতিভকে সেসব জায়গায় সেইসব দেশে বসিয়ে রাখে। শেখ হাসিনা ছিল সেই প্রতিভ, এই কারণেই তাদের মন খারা্‌ এই কারণেই আমাদের ট্রান্সপমেন্ট মানে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category