• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
  • |
  • |

পরচুলা তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে পাবনার হাসি

হুমায়ূন কবির, পাবনা / ১০৮ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

পরচুলা তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে পাবনার হাসি

অমি ট্রেডি ইন্টারন্যাশনাল হোয়ার ফ্যাশান পাবনা জেলা চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন কাটাখালি মসতালিপুর গ্রামে প্রায় হাটি হাটি পা পা করে গেলো পনর বছর যাবত পরচুলা তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে তাজনাহার আক্তার হাসি।
তারই বড়ভাই আল-আমিন ১৭ বছর আগে ঢাকাতে পরচুলা তৈরির কারখানায় কাজ করতেন। ওখান থেকেই তার হাতে খড়ি,পর্যায়ক্রমে তার নিজ বাড়ির আঙ্গিনায় কারখানা নির্মান করার সুবাদে আলাদা কোন ঘর ভাড়ার প্রয়োজন হয় না।যা রোজগার করেন তার মধ্যে থেকে শ্রমিকের বেতনাদি ও বিদ্যুৎ বিল ছাড়া আর তেমন কিছু খরচ নেই বলে জানান এই উদ্যোক্তা। তিনি স্পষ্টবাদী খবরের মাধ্যমে সরকার সংশ্লিষ্ট অধিদপ্তরের কাছে অর্থ সহায়তার আবেদন জানিয়েছেন

তিনি আরো বলেন সরকারি সহায়তা যদি পান তাহলে ব্যাপক পরিসরে বেকার অসহায় মহিলাদের কাজ লাগিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব বলে জানান

অমি ট্রেডি ইন্টারন্যাশনাল হোয়ার ফ্যাশান প্রথমে শুরু করেন ৪/৫ জন কর্মচারি দিয়ে এখন তার কারখানায় প্রায় দু’শত মহিলা কাজ করছে। একটা পরচুলা মাথা তৈরি করতে একজনের দুই তিন দিন সময় লাগে, তাতে পাঁচশত টাকা থেকে সাতশত টাকা পেয়ে থাকেন।পাড়া অযোগায়ে কারখানা,
এতে দরিদ্র মুক্ত হচ্ছে পরিবার ভাগ্যের চাকা ঘুরছে নারীদের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category