দিন কয়েক আগে নেতিবাচক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তবে সেই মনোমালিন্য দীর্ঘস্থায়ী হয়নি। কয়েকদিন আগেই ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখী দুই নেতার সম্পর্কের বরফ গলিয়ে দিয়েছে।
বিজয়নগরে একটি উঠান বৈঠকে যোগ দিতে গেলে হাসনাত আবদুল্লাহ ও এনসিপি নেতাদের জন্য রুমিন ফারহানা বিশেষ উপহার হিসেবে পাঠান ছানামুখী। এরপর থেকেই সম্পর্কের টানাপোড়েন মুছে যেতে শুরু করে।
সম্প্রতি একটি টকশোতে রুমিন ফারহানা বলেন, স্বাধীনতাপরবর্তী সময়ে মাওলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করার পর আওয়ামী লীগের বড় বড় নেতারাও তাঁর কাছে গিয়ে জিজ্ঞেস করতেন—‘হুজুর, আমরা এখন কী করবো?’ অর্থাৎ পরামর্শ চাইতেন।
তিনি আরও বলেন, যে রাজনৈতিক সংস্কৃতিতে আমি বড় হয়েছি, সেটার শিক্ষা এটা। সে হিসেবে হাসনাত আমাকে ফোন করে বললো—আপা, আমি আপনার এলাকায় যাচ্ছি। তখন আমি বললাম, আমার নেতাকর্মীদের বলে দিচ্ছি, তারা যাবে এবং তোমাকে স্বাগত জানাবে।
রুমিন যোগ করেন, ‘যখন হাসনাত জিজ্ঞেস করলো, আপা আপনার এলাকা থেকে আমি কী নিতে পারি? মানে ব্রাহ্মণবাড়িয়ার স্পেশালিটি কী? তখন আমি ছানামুখী পাঠিয়েছি।