• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
  • |
  • |

হজের সময় চলাচলের পথে ঘুমাতে নিষেধ করল সৌদি সরকার

স্পষ্টবাদী ডেস্ক / ১০০ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

পবিত্র হজ উপলক্ষে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসলমান সৌদি আরবে সমবেত হয়েছেন। এমন সময়ে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

গত রোববার (১৮ মে) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজের সময় ধর্মীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে হজযাত্রীদের চলাচলের পথ বা জনসমাগমপূর্ণ স্থানে বিশ্রাম না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য, এসব স্থানে শুয়ে পড়লে জটলা সৃষ্টি হয়, যা অন্য হজযাত্রীদের চলাচলে বাধা হয়ে দাঁড়ায় এবং জরুরি মুহূর্তে উদ্ধারকাজে বিঘ্ন ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, নির্ধারিত স্থানের প্রতি সম্মান দেখানো ও নিরাপত্তাবিধি মেনে চলা হজ ব্যবস্থাপনাকে সহজতর করে। তাই তাবু ও হোটেল আবাসন ছাড়া অন্য কোথাও বিশ্রাম না নিতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়।

চলতি বছর হজ অনুষ্ঠিত হবে ৯ জিলহজ ১৪৪৬ হিজরি অনুযায়ী, যা সম্ভাব্য তারিখ ২০২৫ সালের ৫ জুন। সৌদি সরকারের পূর্বাভাস অনুযায়ী, এ বছর হজযাত্রীর সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে যেতে পারে—যা অতীতের সব রেকর্ড ভাঙবে বলে ধারণা করা হচ্ছে।

হজযাত্রীদের সহায়তায় সৌদি সরকার ছয়টি ভাষায় একটি ইলেকট্রনিক হজ গাইড চালু করেছে, যা আরবি, ইংরেজি, ফরাসি, উর্দু, মালয়ালম এবং তুর্কি ভাষায় পাওয়া যাচ্ছে। এই গাইডে মসজিদগুলোতে স্থাপিত ইলেকট্রনিক লাইব্রেরি থেকে প্রবেশ করা যাবে এবং ‘সৌদিয়া’ এয়ারলাইন্সের ফ্লাইটেও এটি ব্যবহার করা সম্ভব।

সৌদি সরকারের ভাষ্য, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হজযাত্রীদের হজের নিয়মকানুন ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পর্কে সচেতন করে তোলা এবং হজযাত্রাকে আরও সহজ ও নিরাপদ করে তোলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category