দীর্ঘদিন পলাতক থাকা শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি সুব্রত বাইনকে অবশেষে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) সকালে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে তার এক সহযোগীসহ আটক করা হয়।
সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযান ঘিরে এলাকাজুড়ে ছিল চরম উত্তেজনা ও কড়া নিরাপত্তা ব্যবস্থা। অভিযানের সময় এলাকায় জনসাধারণের চলাচল সীমিত রাখা হয়।
সেনা সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর সুব্রত বাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এরপর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে একটি দায়িত্বশীল সূত্র।
সুব্রত বাইনের গ্রেফতারকে প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে। গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। এ প্রেক্ষাপটে সুব্রত বাইনের আটক হওয়া তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দিতে পারে।
উল্লেখ্য, সুব্রত বাইনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। বহু বছর ধরেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন।