পাবনার সুজানগরের শাহজাহান শেখ গ্রুপ এর সাথে সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব রউফ শেখ এর গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এতে গুরুতর আহত অবস্থায় মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
আহতরা হলেন তাঁতীবন্দ গ্রামের জাবেদ শেখ এর ছেলে শেখ আব্দুর রউফ(৪৫), ভবানীপুর গ্রামের শুকুর আলীর ছেলে ইয়াকুব (৩৩), কাছিপাড়া গ্রামের আজহার আলীর ছেলে তুষার (৪০), সুজানগরের সিদ্দিক এর ছেলে সুজন (৪৫), আব্দুল হামিদ এর ছেলে আসলাম (৪৫), তাতীবন্দের মনজেল (৪৫)। দুপুর ২ টার দিকে সুজানগর পৌর বাজারের মধ্যে এই ঘটনা ঘটে।