সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। দুই দল একটি করে ম্যাচ জেতায় সিরিজে এখন সমতা। এজন্য শান্ত-মিরাজরা প্রস্তুত সিরিজ জয় নিশ্চিত করতে, অন্যদিকে সিরিজ জয় করতে মরিয়া ক্যারিবীয়রাও।
প্রথম ওয়ানডে ৭৪ রানে জিতলেও দ্বিতীয়টি ‘টাই’ করে সুপার ওভারে হেরে যায় বাংলাদেশ। আজকের ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ। অলিখিত ফাইনাল। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবারের মতো সিরিজ জিততে টাইগারদের জয়ের বিকল্প নেই। এজন্য সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে বাংলাদেশ।