ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে আরিয়ান বলেন, ‘কাজের সময়টা যখন খুব কঠিন হয়ে উঠত, তখন আমার কানে বাজতো চরিত্র জারাজের একটা সংলাপ, ‘হারনে মে আর হার মাননে মে বহুত ফারক হোতা হ্যায়।’ তখন মনে হতো এটা মোটিভেশন, পরে বুঝলাম সেটা ছিল শুধু ঘুম না হওয়ার ক্লান্তি। তবু এই ভিশনটাই আমাকে ধরে রেখেছিল।
আরিয়ান আরও বলেন, ‘এখন, যখন দেখি আমার কাজ মানুষকে এত আনন্দ দিচ্ছে, তখন সত্যি খুব ভালোলাগে। এই কারণেই তো গল্প বলা শুরু করেছিলাম।‘
তার মতে, বর্তমানে এই গল্প শুধু তার নয়, দর্শকের হয়ে উঠেছে। এই অ্যাকশন-কমেডি মেটা-স্যাটায়ারটি যা বলিউডের ভিতরের দুনিয়া নিয়ে তৈরি, যেখানে এক তরুণ বহিরাগত অভিনেতার চোখ দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখা হয়।
এই সিরিজে অভিনয় করেছেন , সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়াল, অন্যা সিং, মোনা সিং, মণীশ চৌধুরী, মনোজ পাহওয়াসহ অনেকে।
আরিয়ান খান এই সিরিজ নিয়ে ঠিক কতটা আশাবাদী ছিলেন, কত পরিশ্রম করেছিলেন, তা একাধিকবার শাহরুখ খানের মুখে শোনা যায়। তবে অনেকেই অপেক্ষা করেছিলেন আরিয়ান খানের অভিনয় দেখার জন্যে, তবে আরিয়ান বেছে নিয়েছেন ক্যামেরার পেছনের চেয়ার। এখন দেখার, আগামীতে কোন চমক অপেক্ষায়।