সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিক শাহিন খানের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত আসামিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাংবাদিকের পরিবার। শনিবার দুপুরে উপজেলার সরাই হাজীপুর গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত সাংবাদিকের ভাই শামীম উদ্দিন খান। তিনি বলেন, গত ১৫ মার্চ আমার ছোট ভাই দৈনিক বাংলাদেশ সমাচারের রায়গঞ্জ প্রতিনধি মো: শাহিন খানের উপর পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের শাহ পরান, সজিব, হাফিজুর, ইউসুফ, আরাফাতসহ একদল সন্ত্রাসী হামলা চালায়।
এসময় দু’ হাত ও একটি পা ভেঙ্গে দেয়া হয়। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামীরা বাদীর পরিবারের ওপর একটি মিথ্যা মামলা দায়ের করে। ভুক্তভোগী পরিবার এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান জানান। সেই সাথে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।