চীনের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে ’সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরো গভীর করার প্রতিশ্রুতিও দেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন রয়েছে। মঙ্গলবার (২০ মে) চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বৈঠকে তিনি এ কথা জানিয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভারতের সাথে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছেছেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বেইজিংয়ে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে সাক্ষাতের সময় চীন দুই দেশের ’সংলাপের মাধ্যমে মতপার্থক্য মোকাবেলার’ উদ্যোগকে স্বাগত জানায়।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওয়াং ই পাকিস্তানকে ‘আয়রনক্লাড ফ্রেন্ড’ বলে অভিহিত করেন। তিনি দুই দেশের মধ্যে ’সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরো গভীর করার প্রতিশ্রুতিও দেন।
একইভাবে, ইসহাক দার পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ়ভাবে সমর্থন জানানোর জন্য চীনের প্রশংসা করেন।
বৈঠকে উভয়পক্ষ দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি, পাকিস্তান-চীন বন্ধুত্বের ভবিষ্যৎ গতিপথ এবং সিপিইসি ২.০ (চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর) নিয়ে মতবিনিময় করে।
পাকিস্তানের পররাষ্ট্র দফতর জানায়, ‘পাকিস্তান ও চীনের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং গাঢ় বন্ধুত্বের প্রশংসা করে, উভয় নেতা পারস্পরিক স্বার্থের সব বিষয়ে একমত হওয়ার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।’