আজ বুধবার সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের রেডিও কলোনি আলমুসলিম থেকে জামসিং ব্রিজ পর্যন্ত চলাচলের উপযোগী রাস্তা সংস্কার কাজের শুভ উদ্ভোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবকর সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম তরফদার,সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, সাভার পৌর সভার সহকারী প্রকৌশলী মোঃ আলম,১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক, সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক চন্দন সহ স্থানীয় জনসাধারণ।
এসময় রাস্তাটির শুভ উদ্বোধন কালে যুব উন্নয়ন কর্মকর্তা
মোঃ রেজাউল করিম তরফদার বলেন,রেডিককলোনী থেকে জামসিং ব্রিজ পর্যন্ত এই রাস্তাটি খুবি গুরুত্বপূর্ণ। শত শত পন্যবাহী ট্রাক-লরি যাতায়াত করে এবং স্কুলকলেজ পড়ুয়া শতশত ছাএছাএী চলাচল করে।১ নং ওয়ার্ডে খুব গুরুত্বপূর্ণ রাস্তাটি,এই রাস্তাটি দিয়ে হাজার হাজার জনগনের চলাচল।বিভিন্ন স্থানে বড় বড় গর্তের জন্য বিভিন্ন সময় ঘটতো দুর্ঘটনা। প্রায় ১ কিলোমিটার জুড়ে বিভিন্ন স্থানে ভেংগে গিয়েছে ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক একাধিকবার এই রাস্তাটি সংষ্কারের জন্য পৌরসভায় গিয়েছেন।বুজিয়েছেন রাস্তাটির গুরুত্ব।। রাস্তাটি উন্নয়নে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বকর সরকার নিজে এসে দেখেছেন এবং গুরুত্ব সহকারে অতিদ্রুত কাজটি শুরু করছেন।বৃষ্টি হলেই রাস্তাটি হতো জনগনের মরন ফাঁদ।
এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার বলেন, আমি নিজে এই সড়কটি দেখেছি।আমি ধন্যবাদ জানাই অএ এলাকার জনগনকে আমার কাছে একাধিক বার রাস্তাটির গুরুত্ব তুলে ধরার জন্য।এই রাস্তাটি ড্রেন সহ পাস হয়েছে। আপনারা এলাকাবাসী সকলেই ঠিকাদারকে সহযোগীতা করবেন।আপনাদের দায়িত্ব রয়েছে রাস্তাটি সঠিক ভাবে করছে কিনা।কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি পেলে আমাকে জানাবেন সরাসরি এসে ব্যবস্থা গ্রহন করবো।এই রাস্তাটি বিগতদিনে যারা করেছিলেন তারা দুর্নীতির মাধ্যমে করেছিলেন বলেই অল্প দিনে তা নষ্ট হয়ে গেছে। আমি সকলের সহোযোগিতা কামনা করছি।
এসময় ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মনিবুর রহমান বলেন, আমি সহ সাংবাদিক চন্দন দাদা একাধিকবার গিয়েছি রাস্তাটি সংষ্কারের জন্য।আজ রাস্তাটির উন্নয়ন কাজ উদ্বোধনের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের সমস্যা দূর হচ্ছে। এতে করে এলাকাবাসী ও চলাচলকারী পথচারীরা খুবি খুশি হয়েছেন।আমি জনগনের জন্য কাজ করতে চাই।কাজের মাধ্যমে আমি বেঁচে থাকতে চাই।।