সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর।
শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে। এমন তথ্য ইউএনবিকে জানিয়েছেন তার শ্যালক আশফাক কাদেরী। তিনি বলেন, ‘পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
শামসুল হুদা স্ত্রী ও মেয়ে রেখে গেছেন। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে বলে জানান আশফাক কাদেরী। তিনি জানান, শামসুল হুদার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।
২০০৭ সালের জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান শামসুল হুদা। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগ দেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।