রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে একাধিক স্থানে পাহাড় ধসের ১০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার। ভোর ৪টা থেকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে আটকা পড়েন পাঁচ শতাধিক পর্যটক। যান চলাচল স্বাভাবিক হওয়ায় ফিরছেন পর্যটকরাও।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুর্বণ দেব বর্মন বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় আটকেপড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। ইউএনও শিরীন আক্তার জানান, সকাল থেকে স্থানীয় লোকজন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ধসে পড়া সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করে। বেলা আড়াইটা থেকে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।