• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
  • |
  • |

এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিবের সঙ্গে যারা আছেন

স্পোটর্স ডেস্ক / ২৩ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিবের সঙ্গে যারা আছেন
এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিবের সঙ্গে যারা আছেন

এক দিন পরই সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপের ১৭তম আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এশিয়ান শ্রেষ্ঠত্বের এবারের আসরটি হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে। এই টুর্নামেন্টের আগে এশিয়ান ক্রিকেটের হালচাল বিশ্লেষণ করছে ইএসপিএনক্রিকইনফো। সেখানে উঠে এসেছে এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশ, যেখানে বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।

একাদশ বাছাইয়ের ক্ষেত্রে শুধু আন্তর্জাতিক ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হয়েছে, তা নয়। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টসহ সব ধরনের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। এদিক থেকে বিশ্বজুড়ে পারফরম্যান্সের মানদণ্ডে ৬ নম্বর পজিশনে সাকিবকে উপযুক্ত মনে করেছেন বিশ্লেষকরা। স্পিন বিভাগে সাকিবের সঙ্গী হয়েছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি এবং আফগানিস্তানের রশিদ খান।

পাকিস্তান থেকে আফ্রিদির সঙ্গে একাদশে আছেন পেসার উমর গুল। এ ছাড়া ভারত থেকে সর্বোচ্চ চারজন এবং শ্রীলঙ্কা থেকে তিনজন ক্রিকেটারের জায়গা হয়েছে এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে।

বিরাট কোহলিকে ৩ নম্বর এবং ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে ৪ নম্বর পজিশনের জন্য রাখা হয়েছে। পাঁচে খেলবেন এই দলের অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি।

পেস বিভাগে জায়গা পেয়েছেন জসপ্রিত বুমরাহ। দলের ওপেনার দুই শ্রীলঙ্কান সনাৎ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার তৃতীয় ক্রিকেটার হিসেবে আছেন পেসার লাসিথ মালিঙ্গা। ইএসপিএনক্রিকইনফো

সনাৎ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category