• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
  • |
  • |

সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর

স্পষ্টবাদী ডেস্ক / ৪১ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর

ময়নাতদন্ত শেষে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত শেষ হয়। পরে স্বজনরা মরদেহ ফ্রিজিং অ্যাম্বুল্যান্সে করে ঢাকার সিদ্ধেশ্বরীর উদ্দেশে রওনা হন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শেখ মোহাম্মদ এহসান জানান, ময়নাতদন্তে মৃতের শরীরের বিভিন্ন অংশ সংগ্রহ করে ঢাকায় ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

বিভুরঞ্জনের ছোট ভাই চিররঞ্জন সরকার জানান, মুন্সীগঞ্জ থেকে মরদেহ প্রথমে ঢাকার সিদ্ধেশ্বরীর বাড়িতে ও পরে সেখান থেকে শেষকৃত্যের জন্য রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে নেওয়া হবে।

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর নিখোঁজ হওয়ার কথা জানিয়ে সেদিন রাতে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল পরিবার।

গতকাল শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকার মেঘনা নদীতে একটি লাশ ভাসছিল। পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানান। কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে বিকেল পৌনে চারটার দিকে লাশটি উদ্ধার করে। সন্ধ্যার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category