আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৭১,১৯,৪০০/- (একাত্তর লক্ষ উনিশ হাজার চারশত) টাকা। আটককৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ সিংগারবিল বিওপি এবং বিষ্ণপুর বিওপ’র টহলদল কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর এবং বিষ্ণপুর নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ-০১ বোতল, ইস্কফ-০২ বোতল এবং মোটরসাইকেল-০২ টি আটক করে করা হয়। আটককৃত ভারতীয় মাদকদ্রব্য এবং মোটরসাইকেল বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে কোন ধরণের অবৈধ চোরাচালানী মালামালসহ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।